বাজাজ পলসার N160 নতুন বাইক: দু’চাকা বাইক কিনতে চান এমন যারা তাদের জন্য এখনই বাজারে আবার নেমেছে বাজাজ কোম্পানি। আকর্ষণীয় ডিজাইনের সেগমেন্টে কথন রেখে তারা তাদের সবচেয়ে জনপ্রিয় বাইকটি নতুন সেগমেন্টের সাথে ভারতীয় বাজারে লঞ্চ করেছে।
সম্প্রতি পাওয়া খবরের ভিত্তিতে এখন এই কোম্পানি বাজারে তাদের বাজাজ পলসার সিরিজকে এগিয়ে নিয়ে বাজাজ পলসার N160 লঞ্চ করেছে যা বেশ বেশি মাইলেজ এবং তার আধুনিক ডিজাইনের কারণে বাজারে উপলব্ধ অন্যান্য বাইকের তুলনায় বেশ ভালো বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে যদি আপনি বাইক কিনতে চান তাহলে দু’চাকা বাইকের সেগমেন্টে আপনার জন্য বাজাজ পলসার N160 বেশ ভালো বিকল্প হতে পারে।
বাজাজ পলসার N160 এর আধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনের সামনে বড়-বড় বাইক নির্মাতা কোম্পানিগুলি ফিকে পড়ে গেছে কারণ সম্প্রতি আসা খবরের ভিত্তিতে ১৬০ সিসি ইঞ্জিন সেগমেন্টের সাথে আসা বাজাজ পলসার N160 এর ভারতীয় বাজারে সরাসরি TVS রেইডার থেকে হতে যাচ্ছে যা কম বাজেটের সেগমেন্টের মধ্যে বাজারে উপলব্ধ অন্যান্য বাইকের তুলনায় বেশ ভালো বলে মনে করা হয়।
ফিচারের কথা বললে, নতুন প্রযুক্তি এবং আধুনিক সেগমেন্টের সাথে আপনাকে কোম্পানির বোর্ড বোলিয়ায় থাকা সবচেয়ে লেটেস্ট বাইক বাজাজ পলসার N160 তে বেশ আধুনিক ফ্রন্ট ডিজাইন দেখা যায় যার ফুয়েল ট্যাঙ্ককে কোম্পানি এখন আগের তুলনায় বেশ বড় করেছে।
সম্প্রতি পাওয়া খবরের ভিত্তিতে এই বাইকে আপনাকে ১৬০ সিসি এর পাওয়ারফুল ইঞ্জিন দেখার জন্য পাওয়া যাবে যার সাহায্যে এই বাইক ১ লিটার পেট্রোল এ প্রায় ৬৫ কিলোমিটার এর মাইলেজ সহজেই দিতে পারবে।
মূল্য এর কথা বললে, ভারতীয় বাজারে নতুন সেগমেন্ট এবং আধুনিক প্রযুক্তির সাথে আসা বাজাজ পলসার N160 বাইকটি কোম্পানি দ্বারা ১.২৩ লক্ষ টাকা এর মূল্যে লঞ্চ করা হয়েছে যা এটিকে কম বাজেটের সেগমেন্টের মধ্যে গ্রাহকদের জন্য বেশ যোগ্য বিকল্পও করে তোলে।
এগুলো পড়ুন
মাত্র ৬৪৯৯ টাকায় Itel লঞ্চ করলো তাদের নতুন দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন দুর্দান্ত ফিচার গুলি
132MP এর ক্যামেরা নিয়ে দামি দামি স্মার্টফোনকে টক্কর দিচ্ছে Nokia-র এই বাজেট ফোনটি
সস্তা বাজেটে Oppo নিয়ে এল তাদের নতুন 5G স্মার্টফোন
108MP এর ক্যামেরা নিয়ে মার্কেটে রাজ করতে আসছে Infinix এর নতুন স্মার্টফোন