প্রবল দাবদাহ ও তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের রাজ্য গুলিতে ৪২ ডিগ্রি ছুঁয়েছে পারদ। এমন পরিস্থিতিতে গরমের জ্বালায় নাজেহাল রাজ্যবাসী অপেক্ষা করছে তাপমাত্রা কমার। অবশেষে এবার আলিপুর আবহাওয়া দফতর একটি স্বস্তির সংবাদ দিল।

গ্রাম থেকে শহর, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে চলছে প্রবল তাপপ্রবাহ। তবে এবিষয়ে আবহাওয়া দফতর একটি স্বস্তির খবর জারি করলো। এই সপ্তাহের শেষের দিক থেকে রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এপ্রসঙ্গে সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ২১শে এপ্রিল, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপপ্রবাহ চলবে এবং শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এবিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে যে সামনের সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি সাধারণ হয়ে যাবে, ৪০ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা।
এটাও পড়ুন Teachers in heatwave: ছুটি পড়লো পড়ুয়াদের জন্য, তবে শিক্ষক-শিক্ষিকাদের জন্য রয়েছে অন্য নির্দেশিকা
অন্যদিকে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টিপাতরের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে এই বৃহস্পতি বার থেকে শনিবারের মধ্যে দার্জিলিং,কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এটাও পড়ুন Summer Vacation Update: অবশেষে স্বস্তি মিললো পড়ুয়াদের, কাল থেকেই শুরু হচ্ছে গরমের ছুটি
অনাবৃষ্টি এবং তাপপ্রবাহের কারণে এবছর, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে চলছে গরমের তান্ডব। দেশের উষ্ণতম শহর গুলিকে ইতিমধ্যেই পেছনে ফেলেছে দক্ষিণবঙ্গের শহর গুলি। এবার রাজস্থানের থার এবং আফ্রিকার সাহার মরুভূমিকেও টক্কর দিচ্ছে বাংলার শহর গুলি।
এটাও পড়ুন Summer Vacation Camp: গরমের ছুটি নিয়ে নতুন নির্দেশিকা, ছুটিতে আর সময় অপচয় করা চলবে না
এপ্রসঙ্গে জানিয়ে রাখি যে, আজকে অর্থাৎ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি থাকবে যা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি। অন্যদিকে আজকে রাজস্থানের থার মরুভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি থাকবে।