Summer Classes: এই তীব্র গরমে শিক্ষক-শিক্ষিকাদের উপর বাড়লো চাপ, কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

অসহ্য গরম ও তাপপ্রবাহের কারণে রাজ্যে ইতিমধ্যেই গরমের ছুটি ঘোষণা হয়েছে। এপ্রসঙ্গে আগামী ২রা মে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে এই গরমের ছুটির কারণে পরতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের উপর অতিরিক্ত চাপ। এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর সম্পত্তি এক নির্দেশিকাও জারি করেছে।

এই তীব্র গরমে শিক্ষক-শিক্ষিকাদের উপর বাড়লো চাপ

প্রসঙ্গত এবছরের গরমের ছুটি ২রা মে থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে। অর্থাৎ যতদিন পর্যন্তনা গরমের ছুটির পরবর্তী নির্দেশিকা জারি হচ্ছে তত দিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের সিলেবাস শেষ করা মুশকিল হয়ে উঠতে পারে।

এবার এই সমস্যার সমাধান করার জন্যই রাজ্য সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী স্কুল খুললেই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস কভার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বিদ্যালয়কে। এবিষয়ে প্রয়োজন পরলে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাসও নিতে হবে বলে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এটাও পড়ুন West Bengal Heat Wave: নববর্ষে বৃষ্টির অপক্ষেই রাজ্যবাসী, কবে আসবে বৃষ্টি? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

নবান্ন সূত্রে জানা যাচ্ছে বর্তমানে যে, ২রা মে থেকে শুরু হওয়া গরমের ছুটির কথা ঘোষণা করা হয়েছে তা আবহাওয়া পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এই ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের নিতে অতিরিক্ত ক্লাস। এবিষয়ে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন এবং সিলেবাস শেষ করতে যেন কোনও অসুবিধা না হয় তা নিয়ে বিশেষ নজর রাখতে হবে বলে জানাচ্ছে রাজ্য সরকার।

এটাও পড়ুন Summer Vacation 2023: অবশেষে পশ্চিমবঙ্গেও জারি হলো গরমের ছুটি, দেখে নিন কবে থেকে পড়ছে গরমের ছুটি

এবিষয়ে বিশেষজ্ঞদের এক অংশ জানাচ্ছে যে, গরমের ছুটি শেষ হওয়ার পরে সকল ৯:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত ক্লাস নেওয়া গেলে ছুটি কালে নষ্ট হওয়া পঠন পাঠনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের অন্য এক অংশ জানাচ্ছে যে, গরমের ছুটিতে অনলাইন ক্লাস নিলে এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। এবিষয়ে লকডাউনেও অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়েছিল।

এটাও পড়ুন Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না? সমাধানের জন্য কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন

তবে এখন আপাতত রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে গরমের ছুটিতে অনলাইন ক্লাস নেওয়া হবে কিনা তা নিয়ে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু এবিষয়ে অনলাইন ক্লাস হোক কিংবা অতিরিক্ত ক্লাস, এবছর গরমের ছুটির কারণে শিক্ষক-শিক্ষিকাদের উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment