পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ও আরো এই ধরণের সেভিং স্কিম গুলিতে বিনিয়োগকারীদের জন্য এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি এই ধরণের ক্ষুদ্র সেভিং স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকে অতি শীঘ্রই আপনার ব্যাঙ্ক শাখায় অথবা পোস্ট অফিসে আপনার আধার কার্ড জমা করতে হবে। তা নাহোলেই ফ্রিজ করে দেওয়া হবে আপনার বিনিয়োগ।
এবিষয়ে গত ৩১শে মার্চ অর্থ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী ক্ষুদ্র সেভিং স্কিমে বিনিয়োগকারীদের আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ক্ষুদ্র সেভিং স্কিমের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এবিষয়ে আপনি যদি উক্ত সময়ের মধ্যে আপনার ক্ষুদ্র সেভিং স্কিমের সাথে আধার কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হন তাহলে ফ্রিজ করে দেওয়া হবে আপনার বিনিয়োগ।
অর্থ মন্ত্রণালয় দ্বারা জারি করা নির্দেশিকা অনুযায়ী বর্তমানে পিপিএফ, এনএসসি, এসসিএসএস ও অন্যান্য ক্ষুদ্র সেভিং স্কিমে গুলিতে বিনিয়োগ করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তবে এবিষয়ে যারা ইতিমধ্যেই আধার কার্ড ছাড়া এই স্কিম গুলিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের আগামী ৬ মাস অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে এটি করে নিতে হবে।
এটাও পড়ুন Ration Card: রেশন কার্ড নিয়ে আজ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম, না জানলেই ঠকে যাবেন
এবিষয়ে আপনি যদি ব্যাঙ্কের মাধ্যমে ক্ষুদ্র সেভিং স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকে আপনার ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে বিনিয়োগ করে থাকলে আপনাকে পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। খেয়াল রাখবেন যে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আপনার ব্যাঙ্কের শাখায় অথবা পোস্ট অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে।
তবে যাদের এখনো আধার কার্ড হয়নি তার তাদের আধার তালিকাভুক্তির আবেদনের রশিদ ব্যাঙ্কের শাখায় অথবা পোস্ট অফিসে জমা করতে পারেন।
এটাও পড়ুন Tax Policy: আয়কর দফতরের নতুন নির্দেশিকা, শীঘ্রই করতে হবে এই কাজটি! নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়
জানিয়ে রাখি যে, উক্ত সময়সীমার মধ্যে ক্ষুদ্র সেভিং স্কিমে আধার লিঙ্ক করতে ব্যর্থ হলে আপনার সেভিং স্কিম স্থগিত করে দেওয়া হবে। সেভিং স্কিম স্থগিত হওয়ার ফলে বিভিন্ন ধরণের সমস্যা আসতে পারে, যেমন আপনার অ্যাকাউন্টে সুদের টাকা আসা বন্ধ হয়ে যাবে, ম্যাচুরিটির টাকা পাবেন না এবং আপনি আপনার সেভিং স্কিমে বিনিয়োগ করতে পারবেন না।