Summer Vacation Camp: গরমের ছুটি নিয়ে নতুন নির্দেশিকা, ছুটিতে আর সময় অপচয় করা চলবে না

রাজ্য জুড়ে তীব্র গরম ও তাপপ্রবাহের জেরে ইতমধ্যেই এগিয়ে আনা হয়েছে এবছরের গ্রীষ্মের ছুটি। পূর্বে নির্ধারিত ২৪শে মে থেকে শুরু হওয়া গরমের ছুটিকে ২রা মে থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ২০২৩ এর গ্রীষ্মের ছুটি শুরু হতে এখনও হাতে প্রায় দিন-১৫ সময় আছে। এরই মাঝে গরমের ছুটি নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দফতর। এবার গরমের ছুটিতে পড়ুয়াদের জন্য চালু হতে চলেছে সামার ক্যাম্প

গরমের ছুটি নিয়ে নতুন নির্দেশিকা, ছুটিতে আর সময় অপচয় করা চলবে না

এবছরের গরমের ছুটি অন্যান্য বছরের ছুটির তুলনায় ভিন্ন হতে চলেছে। প্রসঙ্গত এখন পর্যন্ত চলে আসা গরমের ছুটিতে ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র ছুটি কাটিয়ে সময় অপচয় করে আসছিলো। তবে এবার থেকে গরমের ছুটিকে শুধু ছুটি কাটানোর জন্য সীমাবদ্ধ রাখতে চাইছে না রাজ্য শিক্ষা দফতর।

এবিষয়ে নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য শিক্ষা দফতর এবারের গ্রীষ্মের ছুটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য সামার ক্যাম্প কর্মসূচির আয়োজন করতে চলেছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য শিক্ষা দফতর ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, কর্মদক্ষতা ও জ্ঞান চর্চার দিকে জোর দিতে চলেছে।

এটাও পড়ুন West Bengal Heat Wave: নববর্ষে বৃষ্টির অপক্ষেই রাজ্যবাসী, কবে আসবে বৃষ্টি? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

রাজ্য শিক্ষা দফতর থেকে জারি করা তথ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহের জন্য এই সামার ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করতে হবে। এবিষয়ে শ্রেণী ভেদে প্রজেক্টের বিষয় ভিন্ন ভিন্ন হবে।

এটাও পড়ুন Summer Vacation 2023: অবশেষে পশ্চিমবঙ্গেও জারি হলো গরমের ছুটি, দেখে নিন কবে থেকে পড়ছে গরমের ছুটি

রাজ্য সরকার ইতমধ্যেই সামার ক্যাম্প কর্মসূচিকে সফল করার জন্য জেলা এবং ব্লক স্তরে প্রয়োজনীয় কমিটি তৈরি করার নির্দেশ জারি করেছে। উক্ত নির্দেশ অনুযায়ী বিডিও, স্কুল ইনস্পেক্টর, স্থানীয় থানার ওসি, এসডিপও, জেলাশাসক, পুলিশ সুপারদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের পরবর্তী কিস্তি, দেখে নিন আপনার নাম আছে কি না

অন্যদিকে এবারের গরমের ছুটিতে শিক্ষক-শিক্ষিকাদের উপরেও চাপ বাড়িয়েছে রাজ্য শিক্ষা দফতর। এপ্রসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্য গরমের ছুটি শেষ হওয়ার পর শিক্ষক-শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment