Cheque Book: চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নিয়মে বড়সড় পরিবর্তন, নতুন নিয়ম না জানলেই পরতে হবে বিপদে।

চেকের মাধ্যমে টাকা লেনদেন করেন? তাহলে আপনার জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর, চেক পেমেন্টের নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী চেক ব্যবহার না করলে বিরাট সমস্যায় পরতে পারেন।

PNB is going to make positive pay system mandatory for check payments of Rs 5 lakh and above

প্রসঙ্গত দেশের দ্বিতীয় বৃহত্তম সারকারী ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতির হাত থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য চেক পেমেন্টের পজিটিভ পে সিস্টেমে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে যে তার ৫ লক্ষ বা তার বেশি টাকার চেক পেমেন্টের উপরে পজিটিভ পে সিস্টেম লাগু করতে চলেছে। এবিষয়ে সংবাদ সূত্রে জানা যাচ্ছে আগামী ৫ই এপ্রিল থেকে এই নিয়ম লাগু হবে।

প্রসঙ্গত বর্তমানে ১০ লক্ষ বা তার বেশি টাকার চেক পেমেন্টের উপরে পজিটিভ পে সিস্টেম লাগু হয়, যা ৫ই এপ্রিল থেকে ৫ লক্ষ বা তার বেশি টাকার চেক পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যাবে।

আপনার কাছে কি আছে এই 2 টাকার গোলাপি নোট, তাহলে আপনিও হয়ে যেতে পারেন নিমিষেই কোটিপতি, জেনে নিন কীভাবে

এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে, পজিটিভ পে সিস্টেম হল ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) দ্বারা তৈরি একটি সিস্টেম যা চেক পেমেন্টে করার সময় গুরুত্বপূর্ণ তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আলফা কোড, তারিখ, টাকার পরিমাণ, নাম ইত্যাদি গ্রাহকদের পুনরায় নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা এবিষয়ে জানাচ্ছেন যে এই অতিরিক্ত ধাপটির কারণে গ্রাহকরা প্রতারণার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে।

Tulsi Vastu Tips: রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে তুলসী গাছ, জেনে নিন কিভাবে

মূলত আপনি যদি একটি নির্ধারিত অংকের বেশি পরিমানের চেক পেমেন্ট করতে চান তাহলে আপনাকে ওই চেকের অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আলফা কোড, তারিখ, টাকার পরিমাণ, বেনিফিশিয়ারির নাম ইত্যাদির তথ্য ব্যাঙ্কে জমা করতে হবে। এক্ষেত্রে আপনি অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা সরাসরি আপনার ব্যাঙ্কে এই তথ্য গুলি জমা করতে পারেন।

👉 আপনার কাছেও যদি ৭৮৬ নম্বরের একটি নোট থাকে, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ৩ লাখ টাকা, জানুন কীভাবে?

👉 Small Business Idea: গ্রীষ্মকালে শুরু করুন এই ব্যবসা, কম খরচে হবে প্রচুর লাভ, জেনে নিন কীভাবে ব্যবসা শুরু করবেন

👉 LIC Plan: এলআইসি-র এই স্কিমে 58 টাকা জমা করলে পাওয়া যাবে 8 লাখ টাকা, জানুন কিভাবে

👉 20 Paisa Rare Coin Sell: 20 পয়সার এই কয়েন বিক্রি করলে পেয়ে যাবেন 7 লাখ টাকা, ঘর থেকে কিনে নিয়ে যাবে

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment