রিলায়েন্স (Reliance) ইন্ডাস্ট্রিজের AGM অর্থাৎ বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আগামী ২৮ শে আগস্ট তাদের ৪৬তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে চলেছে। এবিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ওদিন দুপুর ২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বার্ষিক সাধারণ সভার দিন কি কি ঘোষণা করা হবে সে বিষয়ে তেমন কোনো তথ্য এখনো জারি করা হয়নি। তবে ডিজিটাল সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে শুরু হয়ে গেছে জল্পনা। যান যাচ্ছে যে, মুকেশ আম্বানি ওই দিন Jio 5G প্ল্যান এবং Jio Phone 5G সম্পর্কে বড় ধরণের ঘোষণা করতে পারেন।
২০২৩ রিলায়েন্স বার্ষিক সাধারণ সভা থেকে কি কি ঘোষণা হতে পারে?
এবিষয়ে আপনাকে জানিয়েদি কোম্পানির তরফে এখন পর্যন্ত কোনো রকম অফিসিয়াল তথ্য জারি করা হয়নি। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, Jio – র 5G প্ল্যান, অফার এবং রিচার্জ সম্পর্কে বড়সড় কোনো ঘোষণা হতে পারে। পাশাপাশি Jio Phone 5G নিয়েও মার্কেটে আলোচনা শুরু হয়ে গেছে।
Jio 5G নেটওর্য়াকের নতুন প্ল্যান
আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় দেরিতে 5G পরিষেবা শুরু হলেও মুকেশ আম্বানি কথা দিয়েছিলেন যে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশেকে সবার প্রথমে সম্পূর্ণ 5G তে পরিণত করবেন। এবং এই লক্ষ নিয়েই Jio ইতিমধ্যেই হাজার হাজার শহরে 5G পরিষেবার উপলব্ধতা শুরু করে দিয়েছে। এবং ২০২৪ এর মধ্যে সম্পূর্ণরূপে 5G পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।
এখন পর্যন্ত, Jio তার 5G প্ল্যান ঘোষণা করেনি, ব্যবহারকারীরা বর্তমান 4G প্ল্যানেই 5G – র সুবিদাহ উপভোগ করছেন। এবং অনেকেই মনে করছে যে, এবছরের AGM-এ Jio তাদের 5G প্ল্যান বাজারে নিয়ে আসতে পারে। যান যাচ্ছে যে, 4G এবং 5G প্ল্যানের দামে তেমন কোনো পার্থক্য থাকবেনা।
Jio -র নতুন 5G ফোন
২০২০ সালে, মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে Jio এবং Google একসাথে দেশে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন নিয়ে আসবে। এবং দেশের মধ্যবিত্তের কাছেও অল্প বাজেটে 5G ফোন উপলব্ধ হবে। এখনও পর্যন্ত এই Jio 5G স্মার্টফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য আসেনি, তবে আশা করা হচ্ছে যে, আগামী ২৮ শে এবিষয়ে একটি সুখবর আসতে পারে।
Jio Air Fiber ইন্টারনেট
এবিষয়ে গত বছর কানে এসেছিলো যে, Jio বাজারে Air Fiber 5G Hotspot ডিভাইস আনতে চলেছে। কিন্তু বেশ কিছু করেন তা এখনো সঠিক ভাবে মার্কেটে উপলব্ধ করা হয়নি। এক্ষেত্রে আশা করা হচ্ছে যে, Jio Air Fiber নিয়েও বড়সড় ঘোষণা হতে পারে।