Nokia-র এই স্মার্টফোনের সামনে iPhone এরও অবস্থা খারাপ, দুর্দান্ত ফিচার নিয়ে মার্কেট কাঁপাচ্ছে Nokia

iPhone is also in a bad position in front of this Nokia smartphone

নোকিয়া সম্প্রতি বাজারে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিকে 5G মডেল হিসেবে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে দুর্দান্ত ক্যামেরা এবং অন্যান্য ফিচার রয়েছে। এই ফোনটির নাম হল Nokia 6600 X30। এই ফোনটিতে এক থেকে একাধিক ফিচার রয়েছে। চলুন এই ফোনটির ফিচার সম্পর্কে আমরা আপনাদের জানান।

Nokia 6600 X30 এই স্মার্টফোনে আপনাদেরকে অসাধারণ ফিচার দেখতে পাওয়া যাবে। এই Nokia 6600 X30 স্মার্টফোনে ফিচার হিসেবে 6.7 ইঞ্চি এর টাচস্ক্রিন ডিসপ্লে এর সাথে 120Hz এর রিফ্রেশ রেট দেখতে পাওয়া যায়। এই স্মার্টফোনে ডিসপ্লে এর প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস সেভিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে আপনাদেরকে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এতে আপনাদেরকে স্ন্যাপ ড্রাগন 8505জি প্রসেসর দেখতে পাওয়া যায়। এই স্মার্টফোনে আপনাদেরকে 4GB এর র্যাম এবং ইন্টার্নাল 4GB এর স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদেরকে এতে 8GB এর র্যাম এর অপশন দেওয়া হয়েছে। আপনাদেরকে এতে 128GB এর ইন্টার্নাল স্টোরেজও দেওয়া হয়েছে। এতে আপনাদেরকে এর পাশাপাশিও অসাধারণ এবং শক্তিশালী ফিচার দেখতে পাওয়া যাবে।

এই ফোনের ব্যাটারি খুব শক্তিশালী। Nokia 6600 X30 এই স্মার্টফোনে আপনাদেরকে 4500 এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। এতে আপনাদেরকে সুপার ফাস্ট চার্জিং এর সুবিধা এবং ব্লু-টুথ ওয়াই-ফাই এর মতো ফিচার সহজেই পাওয়া যাবে। Nokia 6600 X30 এই স্মার্টফোনটি অসাধারণ ব্যাটারি এর সাথে বাজারে আসে।

Nokia 6600 X30 এই স্মার্টফোনে আপনাদেরকে ডুয়াল ক্যামেরা দেখতে পাওয়া যাবে। আপনাদেরকে এই স্মার্টফোনে এর মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এর হবে। এছাড়াও আপনাদেরকে এতে 16 মেগাপিক্সেল এর একটি আরেকটি ক্যামেরা দেওয়া হবে। এই স্মার্টফোনে আপনাদেরকে সেলফির জন্য 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Nokia 6600 X30 এই স্মার্টফোনটি আপনাদের জন্য একটি অসাধারণ অপশন হতে পারে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment