Edible Oil Prices: মধ্যবিত্তের জন্য দারুন সুখবর! কমতে চলেছে রান্নার তেলের দাম, কড়া নির্দেশ কেন্দ্রের

মূল্যবৃদ্ধির এই বাজারে নাজেহাল নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। দিন-দিন বেড়েই চলেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। তবে এবার এই মূল্যবৃদ্ধির বাজারেই কমতে চলেছে ভোজ্য তেলের দাম। এবিষয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই কোম্পানিগুলোকে রান্নার তেলের দাম কমানোর পরামর্শ দিয়েছে।

মধ্যবিত্তের জন্য দারুন সুখবর! কমতে চলেছে রান্নার তেলের দাম, কড়া নির্দেশ কেন্দ্রের

এপ্রসঙ্গে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া এক বৈঠকে ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থাগুলিকে তেলের দাম কমানোর নির্দেশ দেন। জানা যাচ্ছে যে, আন্তর্জাতিক বাজারের রান্নার তেলের দাম অনেকটাই কমেছে। এবার আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য় রেখে দেশীয় বাজারেও রান্নার তেলের দাম কমতে চলেছে।

এদিন বৈঠকে উৎপাদনকারী সংস্থার স্টেকহোল্ডারদের নির্দেশ দেওয়া হয় যে, অবিলম্বে তাদের সংস্থায় বৈঠক করে রান্নার তেলের এমআরপি হ্রাস করতে হবে। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই রান্নার তেলের দাম কমানোর সিদ্ধান্তটি স্থানীয় বাজারে প্রতিফলিত হতে চলেছে।

এটাও পড়ুন Cyclone Mocha Route: এই যাত্রায় বেঁচে গেল বঙ্গবাসী! বাংলার দিকে আসছে না ঘূর্ণিঝড় মোকা

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, এদিন বৈঠকে সলভেন্ট এক্সট্রাকশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SEAI) এবং ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রডিউসারস অ্যাসোসিয়েশন (IVPA) এর প্রতিনিধিরা বৈশ্বিক ভোজ্য তেলের দামের সঙ্গে সামঞ্জস্য় রেখে দেশীয় বাজারে তেলের দাম আরও কমানোর জন্যে আলোচনা করেছিলেন।

এটাও পড়ুন Cyclone Mocha In Bengali: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তবে এর আসল নাম কি? মোচা না মোকা!

জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক বাজারে গত ২ মাসে রান্নার তেলের দাম প্রতি টন ২০০ থেকে ২৫০ ডলার কমেছে। যা, ভারতীয় মুদ্রায় হিসাব করে বলতে গেলে প্রতি টন ১৬ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা কমেছে। তবে দেশীয় খুচরা বাজারে এটি প্রতিফলিত হতে একটু সময় লাগছিলো। তবে এবার কেন্দ্রের নির্দেশের পর, আশা করা যায় যে, দেশীয় বাজারেও এই দাম খুব শীঘ্রই প্রতিফলিত হতে চলেছে।

এটাও পড়ুন PMJJBY Annual Premium: ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হতে পারে ৪৩৬ টাকা, জেনে নিন কীভাবে বাঁচাবেন এই টাকা

এবিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি উৎপাদনকারী সংস্থা তাদের ভোজ্য তেলের দাম কমানোর সদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে যে, মাদার ডেয়ারি নামক সংস্থা তাদের ভোজ্য় তেলের দাম প্রতি লিটার ১৫ টাকা থেকে ২০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment