রাজধানী দিল্লিতে বর্তমানে কেজরিওয়াল সরকারের উদ্যোগে চলছে বেশ কয়েকটি জনকল্যাণ মূলক প্রকল্প। কেজরিওয়াল সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পগুলি দিল্লি সহ দেশের অন্যান্য রাজ্যের মানুষের কাছেও পরিচিত। দিল্লি সরকারের ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা তো গোটা দেশে জনপ্রিয়। তবে এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি দুর্দান্ত পরিষেবা।
সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, দেশের রাজধানী দিল্লিতে ফ্রি বাসের পর এবার শুরু হতে চলেছে ফ্রি মেট্রো। এবিষয়ে দিল্লি সূত্রের খবর অনুযায়ী শ্রমিকদের জন্য শুরু হতে চলেছে ফ্রি মেট্রো পরিষেবা। এবিষয়ে দিল্লি সরকার শ্রমিকদের জন্য বিনামূল্যে মেট্রো পরিষেবা শুরু করার জন্য শীঘ্রই শ্রমিকদের প্রি-লোডেড মেট্রো কার্ড দিতে চলেছে।
এটাও পড়ুন Madhyamik Paper: অঙ্কের উত্তর দেওয়ার চেষ্টা করলেই ফুল মার্কস, জানালো মধ্যশিক্ষা পর্ষদ
এবিষয়ে জানা যাচ্ছে যে, শ্রমিকদের জন্য বিনামূল্যে মেট্রো পরিষেবা প্রদান করার জন্য দিল্লির শ্রমমন্ত্রী রাজকুমার আনন্দ ইতিমধ্যেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। এবিষয়ে নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে মেট্রো পরিষেবা প্রদান করার জন্য অনুরোধ করেন রাজকুমার আনন্দ।
সূত্রের অনুযায়ী রাজকুমার আনন্দ দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে মিলে শ্রমিকদের জন্য যৌথ ভাবে একটি মেট্রো পাস তৈরি করার পরিকল্পনা করছেন। জানিয়েদি যে, রাজধানী দিল্লিতে বর্তমানে প্রায় ১৩.১ লক্ষ শ্রমিক রয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র ডিটিসিধারী শ্রমিকদেরই এই ফ্রি মেট্রোর সুবিধা প্রদান করা হবে।
এটাও পড়ুন Cyclone Mocha Route: এই যাত্রায় বেঁচে গেল বঙ্গবাসী! বাংলার দিকে আসছে না ঘূর্ণিঝড় মোকা
এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে, বর্তমানে দিল্লিতে ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, পেইন্টার শ্রমিকদের দিল্লি বিল্ডিং এবং অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের তরফ থেকে ফ্রি বাস পাসও প্রদান করা হয়।
এগুলো পড়ুন
Cyclone Mocha In Bengali: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তবে এর আসল নাম কি? মোচা না মোকা!
PMJJBY Annual Premium: ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হতে পারে ৪৩৬ টাকা, জেনে নিন কীভাবে বাঁচাবেন এই টাকা
Cyclone Mocha Date: কবে আসছে ঘূর্ণিঝড় মোচা? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর
WB Weather Conditions: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, তবে তার আগে রাজ্যে ফের পারদ ছুঁবে ৪০ ডিগ্রি