West Bengal Heat Wave: নববর্ষে বৃষ্টির অপক্ষেই রাজ্যবাসী, কবে আসবে বৃষ্টি? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

নববর্ষে তাপপ্রবাহ এবং তীব্র গরমের জ্বালায় ভুগছে বঙ্গবাসী। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতমধ্যেই ৪০ এর সীমা ছাড়িয়েছে পারদ। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এমন পরিস্থিতে রাজ্যবাসী এখন গরমের হাত থেকে বাঁচার জন্য বৃষ্টির অপেক্ষা করছে। কিন্তু এবিষয়ে আবহাওয়া দফতর কি ইঙ্গিত দিচ্ছে?

কবে আসবে বৃষ্টি? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

একদিকে গরমের জ্বালায় নাজেহাল রাজ্যবাসী যেমন বৃষ্টির অপেক্ষা করছে ঠিক তার উল্টে আবহাওয়া দফতর এবিষয়ে অন্য ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া দফতর থেকে জারি করা তথ্য অনুযায়ী নববর্ষের প্রথম কয়েকদিন রাজ্যে কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই

আবহাওয়া দফতর অনুযায়ী আগামী কয়েকদিন দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকার কারণে আরও তীব্র হতে চলেছে গরম। এবিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কমলা সতর্কতা জারি করে দিয়েছে।

এটাও পড়ুন Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না? সমাধানের জন্য কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন

সংবাদ সূত্রে জানা যাচ্ছে ২০১৬ সালের পর প্রথম এবছর এত গরম পড়েছে। এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছে এবছর এল নিনোর কারণে বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় কম হবে। যার ফলে এবছর গ্রীষ্ম কাল অন্যান্য বছরের তুলনায় শুস্ক এবং উষ্ণ হতে চলেছে।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের পরবর্তী কিস্তি, দেখে নিন আপনার নাম আছে কি না

অন্যদিকে তাপপ্রবাহ এবং তীব্র গরমের কথা মাথায় রেখে রাজ্য সরকার গরমের ছুটিও এগিয়ে নিয়ে এসেছে। এবিষয়ে রাজ্য সরকার আগে জানিয়েছিল আগামী ২৪শে মে থেকে ২০২৩ এর গরমের ছুটি পরবে কিন্তু বৃহস্পতিবার এই তারিখকে এগিয়ে ২রা মে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এটাও পড়ুন Summer Vacation 2023: অবশেষে পশ্চিমবঙ্গেও জারি হলো গরমের ছুটি, দেখে নিন কবে থেকে পড়ছে গরমের ছুটি

তাপপ্রবাহের কারণে বিশষজ্ঞরা বেলা ১২ টার পর রাস্তায় না বেড়ানোর পরামর্শ। অন্যদিকে গরমের ছুটি শুরু না হওয়া পর্যন্ত মর্নিং স্কুলের পরামর্শও দেওয়া হচ্ছে। এবিষয়ে ইতিমধ্যেই বর্ধমান ও মালদহ জেলার সরকারি স্কুল গুলিতে মর্নিং স্কুল শুরু হয়ে গিয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment